শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৬ ২০১৯, ১৮:৪৯
এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁনের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। কুঞ্জবন সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল।
বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি আব্দুস শহীদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক রোজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর, ডাঃ আব্দুস শহিদ, মোশাহিদ চৌধুরী, হাবিবুর রহমান,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল চন্দ্র শীল প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ।