শ্রীমঙ্গলে “দৈনিক অধিকার” এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৭ ২০১৯, ১২:৫৯

এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক অধিকারের উদ্যোগে উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে রোববার দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্টানে বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অধিকারের সম্পাদক তাজবির সজিব। বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দৈনিক অধিকারের সহ সম্পাদক গোলাম জাকারিয়া, নিউজ ইনচার্জ সুলভ, ন্যাশনাল ডেক্স ইনচার্জ রাহুল বিশ্বাস মুন্না, এশিয়ান টিভির শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাশ সুমন, প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক অধিকারের শ্রীমঙ্গল প্রতিনিধি প্রিতম পাল, সিলেট টুডের শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ প্রমুখ৷

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাজবীর সজীব বলেন, শিক্ষার্থীরাই জাতির উন্নতিতে সবসময় বড় ভূমিকা পালন করে। তাদের মেধা বিকাশে বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রম পালন করা উচিত। তাতে করে তাদের মেধার যথোপযুক্ত বিকাশ ঘটবে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের দৈনিক অধিকার পরিবার দেশের বিভিন্ন জেলা,উপজেলাতে ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে।

উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
দৈনিক অধিকার কুইজ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করার জন্য দৈনিক অধিকারের শ্রীমঙ্গল প্রতিনিধি প্রিতম পাল এবং বিদ্যালয়ের তিনজন শিক্ষক প্রতিনিধি ও তিন জন সাংবাদিককে দৈনিক অধিকারের লোগো সম্বলিত উপহার(মগ ও চাবির রিং) তুলে দেন দৈনিক অধিকার পরিবারের সদস্যরা।