শ্রীমঙ্গলে তালিমুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৫ ২০২০, ১৮:৩০

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলাধীন ২নং ভূনবীর ইউনিয়নের পশ্চিম বাদে আলিসা গ্রামের তালিমুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন উপলক্ষে রবিবার এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদ্রাসা শ্রীমঙ্গল এর মুহতামিম শায়খ মাওলানা আব্দুল গফুর।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভূমিদাতা ও মুহতামিম মাওলানা আ.হ.ম. সালাহ উদ্দিন, শিক্ষক ও জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ, বিশিষ্ট মুরব্বি হাজী ছাবু মিয়া, মুহাম্মদ আব্দুল জলিল, মুহাম্মদ ছমরু মিয়া, মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, মুহাম্মদ দরবেশ আলী,ওয়াসিম আহমদ ও আব্দুল মতিন প্রমুখ। ভিত্তিপ্রস্তরোত্তর দোয়া পরিচালনা করেন শায়খ মাওলানা আব্দুল গফুর।