শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০১ ২০১৯, ১২:৩০

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস ২০২৯ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল পৌরসভার সামনে এসে শেষ হয়।

এসময় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি- মাহমুদুর রহমান মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, শ্রীমঙ্গল উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছলিক আহমেদ প্রমুখ।