শ্রীমঙ্গলে গ্লোরিয়াস কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৫ ২০২০, ১৫:০৮

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ গ্লোরিয়াস কোচিং সেন্টারের উদ্যোগে ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীর বিদায়ী এবং ২০১৯ সালের কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল সম্পন্ন হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃশামীম মিয়ার সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী রেজোয়ান আহমেদের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সিনয়র সহ সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মো:একরামুল কবির,শ্রীমঙ্গল বেষ্ট ওয়ে’র (ইউএসি) পরিচালক নূরুর রহমান,দারুল আজহার ইন্সটিটিউট’র প্রিন্সিপাল সোহাইল আহমদ, ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট ও ট্রেনিং সেন্টারের পরিচালক পাপ্পুরাজ ধর,দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রী অনুজ কান্তি দাশ,শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মো:শামীম আহমেদ,শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক নাদির হোসেন এবং সম্মানিত অভিভাবক ড.নুরুল হক ও মুহিবুল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে গ্লোরিয়াস কোচিং সেন্টারের ধারাবাহিক সাফল্য এবং দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে নাম মাত্র ফি নিয়ে শিক্ষার্থীদের কাঙ্খিত ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার আলো সমগ্র উপজেলায় ছড়িয়ে দিবার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই প্রসংগ টেনে পরিচালক মোঃশামীম মিয়ার ভূয়সী প্রশংসা করেন,উত্তরোত্তর এই সেন্টারে অগ্রগতি কামনা করেন।পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ২০১৯ সালের পিইসি,জেএসসি,এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এবং স্কুল সমাপনী পরীক্ষায় সফলতা অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষাসামগ্রী তুলে দেন।