শ্রীমঙ্গলে গ্লোরিয়াস কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ১৯ ২০১৯, ০৭:৩৯
এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ গ্লোরিয়াস কোচিং সেন্টারের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীর বিদায় এবং ২০১৮ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে গ্লোরিয়াস কোচিং সেন্টার। শুক্রবার বিকেলে কোচিং সেন্টার সংলগ্ন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র কোচিং সেন্টারের পরিচালক মোঃশামীম মিয়ার সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আশিদ্রোন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ আরজু মিয়া, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবির, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোমিন, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, বেস্টওয়ের পরিচালক নূরুর রহমান, ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট ও ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সুমন দেব বর্মা, শ্রীমঙ্গল ইউরব্যাক অফিসেস’র নির্বাহী পরিচালক মুহিবুল হক ভূইয়া,প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সিলেট জোনের এজিএম এইচ এম ইয়াকুব চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কম্পিউটারের পরিচালক পাপ্পু রাজ ধর,
ডা. নুরুল হক, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক শামিম আহমদ,
ইকরা বাংলাদেশের সিনিয়র শিক্ষক আবুল কালাম আযাদ, সান স্টার একতা সংস্থার সভাপতি ইয়াছিন আহমেদ এবং, হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।