শ্রীমঙ্গলে কিশোরীর শরীরে করোনা শনাক্ত হয়নি, রিপোর্ট নেগেটিভ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০২০, ১৮:০০

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত শনিবার শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার ১৫ বছর বয়সী এক পেশেন্ট শ্বাসকষ্টজনিত কারণে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তার শরীরে উপসর্গ দেখা দিলে দায়িত্বরত ডাক্তার তাকে করোনা সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন সদর হাসপাতালে প্রেরণ করেছিলেন কভিড-১৯ পরীক্ষার জন্য। আজ মঙ্গলবার কভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

জানা যায়, গত শুত্রুবার রাতে শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার শাহ আলমের স্ত্রী জান্নাতুন নাইম রুমা (৩৫) শ্বাস কষ্টে মারা যান। এদিকে একই এলাকার মৃত রুমার পাশের বাসার শামসুল ইসলামের মেয়ে তারিন আক্তার (১৫) গত দুই দিন থেকে সর্দি, জ্বর ও শ্বাস কষ্টে ভোগছিলেন।

গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে সন্দেহ জনকভাবে তারিন আক্তারকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে প্রেরণ করেছিলেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন থেকে শুক্রবার মুসলিমবাগ এলাকায় মানুষ ও গাড়ি চলাচল সীমিত করে মেয়েটির বাড়িতে যাওয়ার রাস্তার মুখে লাল পতাকা লাগিয়ে দেয়া হয়েছিল এবং ওই এলাকার ১৩৫ জন ব্যক্তিকে কোয়ারাইন্টাইন থাকার নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, কিশোরীর রিপোর্ট যদিও নেগেটিভ এসেছে তবু মুসলিমবাগ এলাকার ২০টি পরিবারের মোট ১৩৫ জন ব্যক্তিবর্গকে অবশ্যই ১৪ দিনের কোয়ারাইন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।