শ্রীমঙ্গলে কর্মহীন ১১৩টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৩ ২০২০, ১৩:০২

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরবন্দি ১১৩টি পরিবারের মাঝে পবিত্র রমজানের ইফতার সামগ্রি বিতরণ করেছে গাজিপুর সমাজ কল্যাণ গাজীপুর কতা সমাজকল্যাণ পরিষদ শ্রীমঙ্গল।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলে। জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর সামনে সকাল ৯টায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলের দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামিম আখতার হোসেন মিন্টু, সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন ভুইয়া, সেক্রেটারি মাহমুদুল হাসান সুমন, অর্থ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভুইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
এর আগে রামনগর গাজিপুর, দক্ষিণ মুসলিমবাগ, বিরাইমপুর, উত্তরসুরসহ বিভিন্ন এলাকার মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছে দেন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।
সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন ভুইয়া জানান-কোনো ধরণের জমায়েত ছাড়াই সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কর্মহীন ১১৩টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী আমরা তুলে দিয়েছি।
প্রতিটি প্যকেটে ৫ কেজি চাউল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি চানাবুট, এক লিটার তৈল, এবং আধা কেজি খেজুর ছিল। মহতি আয়োজনে অংশগ্রহণ করায় সকল ডোনার ও শুভাকাঙ্খীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, ২০১৯ সালে গঠিত হওয়া স্বেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতি বছর ইফতার সামগ্রী, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ আর্তমানতার সেবায় কাজ করে যাচ্ছে।