শ্রীমঙ্গলে আল মদিনা জামে মসজিদের ছাদ ঢালাই কাজ শুরু
একুশে জার্নাল
নভেম্বর ০৬ ২০১৮, ০৮:২১
এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ আল মদিনা জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই’র কাজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিমের সার্বিক সহযোগিতায় এবং মৌলভীবাজারে জেলা পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর অর্থায়নে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এ মসজিদটির দ্বিতীয় তলার ছাদ ঢালাই’র সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়াত উল্লাহ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক-কলামিস্ট এহসান বিন মুজাহির, খাসগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান হোসাইনী, শাহীবাগ জামে মসজিদেও ইমাম মাওলানা জামাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ মধু মিয়া, সহ-সভাপতি এইচএম ইয়াকুব চৌধুরী, অর্থ সম্পাদক নজরুল ইসলাম নজু, সহ-অর্থ সম্পাদক মো. নাদির হোসেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।