শ্রীমঙ্গলে আইডিয়াল ছাত্র সংসদের উদ্যোগে পুরস্কার বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৪:৪৭

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ‘আইডিয়াল ছাত্র সংসদের’ উদ্যোগে ভাষার মাস উপলক্ষে আয়োজিত মাতৃভাষা বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্ঠপোষক প্রিন্সিপালএহসান  বিন মুজাহির।

আইডিয়াল ছাত্র সংসদের সভাপতি আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়াল ছাত্র সংসদের সহ-সভাপতি হাবিবুর রহমান, মুহিবুর রহমান, সহকারী শিক্ষক শারমিন জান্নাত, রেশমি আক্তার, তানিশা চৌধুরী নিতু।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষে আইডিয়াল ছাত্র সংসদ প্রতি বৃস্পতিবার বিষয়ভিত্তিক আলোচনা সভাসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে থাকে।