শ্রীবরদীতে যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে সচেতনতামূলক সভা
একুশে জার্নাল ডটকম
জুন ১০ ২০২০, ১৫:২৪
মোঃনাইমুর রহমান তালুকদার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি, অটোরিক্সায় যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলার সিএনজি-অটোরিক্সা মালিক সমিতি ও শ্রমিকদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অন্যান্যের মধ্যে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাইদ, জেলা পরিষদ সদস্য আবু জাফর, আব্দুল্লাহ হেল আল আমিন, বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, সিএনজি এবং অটোরিক্সায় যাত্রী পরিবহনের সময় এবং বিভিন্ন গণজমায়েত স্থানে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি পেশার লোকজনদের সচেতনভাবে কাজ করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক চালক ও যাত্রীগণ স্বাস্থ্য বিধি না মানলে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।