শ্রীবরদীতে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জুন ১৩ ২০২০, ১৪:১১

মোঃনাইমুর রহমান তালুকদার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে জ্যোৎস্না খাতুন (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত জ্যোৎস্না স্থানীয় হাছেন আলীর মেয়ে।
মৃত ওই শিশুর মা আয়শা খাতুন জানায়, শুক্রবার দুপুরের দিকে তার মেয়ে জ্যোৎস্না খাতুনসহ আরও ৫ হতে ৬ জন শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। ওই সময় হঠাৎ পানিতে ডুবে যায় তার মেয়ে জ্যোৎস্না খাতুন। পরে আশপাশের লোকজন তাকে ওই পুকুর থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই কিশোরী মারা গেছে।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবিজল হক বলেন, ওই কিশোরী গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে ওই পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানান শ্রীবরদী থানার এসআই হাফিজুর রহমান।