শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য ল্যাব চালু করলো বিজিএমইএ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৪ ২০২০, ১৯:৪০

মোঃ উজ্জ্বল, নিজস্ব প্রতিনিধি;

বিশ্বব্যাপী ছড়িয়ে মরনাস্র করোনা ভাইরাসের যেন আজ গোটা পৃথিবী স্তম্তিত হয়ে গেছে। চারদিকে শুধু আতষ্ক আর মৃত্যুর মিছিল। শ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের প্রথম ষ্টেট অব দ্যা আর্ট কোভিড- ১৯ ল্যাব চালু করলো পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। ল্যাবটির কারিগরি সহায়তা করছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ভার্চুয়াল সংবাদে সম্মেলনে মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সভাপতি ড.রুবানা হক। উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি,স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর ইসলাম, এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রম সচিব কে এম আব্দুস সালাম,ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) সভাপতি প্রফেসর ড.এ কে আজাদ খান প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে দেশে প্রথম বিশ্বমানের ষ্টেট অব দ্যা আর্ট কোভিড- ১৯ ল্যাব তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে গাজিপুরের প্রধান ল্যাবের কার্যক্রম শুরু হবে। সাভারেও ল্যাব করা হবে। আন্তর্জাতিক মানের এসব ল্যাব সেন্টারে প্রতিদিন ৪০০ টি করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। পর্যায়ক্রমে শিফটসহ নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হবে। এ ছাড়া পরবর্তীর নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ল্যাব করা হবে। এতে ওষধ এবং ল্যাব খরচ দেবে বিজিএমইএ।