শ্যামনগরে জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১১ ২০১৮, ১৫:২৯
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে.বিশেষ আইন শৃংখলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মোস্তফা কামাল, মাননীয় জেলা প্রশাসক ও রিটানিং অফিসার, সাতক্ষীরা মহোদয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সাজ্জাদুর রহমান, মাননীয় পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়, জনাব শাহ সাদী, উপপরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা মহোদয়, উপ-অধিনায়ক, বিজিবি-১৭, নীলডুমুর, জনাব সুজন সরকার, সহকারী কমিশনার (ভূমি), সিও, কোস্টগার্ড, RAB এর প্রতিনিধি; জনাব মো: জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা; জনাব আকবর কবীর, সভাপতি, উপজেলা প্রেসক্লাবসহ অন্যান্যরা।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মো: কামরুজজামান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা।
আলোচনা সভায় অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান সহ সকলকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে আহবান জানানো হয়।