শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে: আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী
একুশে জার্নাল ডটকম
মে ১৬ ২০২২, ১২:০৭
১১৬ জন আলেম ও ১ হাজার মাদ্রাসার বিরুদ্ধে তথাকথিত গণকমিশনের শ্বেতপত্র প্রকাশ ও দুদকে জমাদানের মাধ্যমে এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম, উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুফতি মো. মুহিব্বুল হক গাছবাড়ী।
১৫ মে (রবিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমি সরকারকে বলতে চাই, যারা এ রিপোর্ট করেছেন; তারা এদেশের মানুষের কাছে পূর্ব থেকেই বিতর্কিত ও ধর্মদ্রোহী হিসেবে পরিচিত।
এরা দেশের শান্ত পরিবেশকে বিনষ্ট করার জন্য এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমন উস্কানিমূলক শ্বেতপত্র প্রকাশ করেছে। আমি উলামায়ে কেরাম ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসা মসজিদ ও উলামায়ে কেরামের হেফাজতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করি।