শেরপু‌রে পানির অভাবে শত শত একর জমিতে হচ্ছে না বোরো চাষাবাদ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ৩১ ২০২০, ১৪:০২

‌শেরপুর জেলার শ্রীবরদী উপ‌জেলার গা‌রো পাহা‌ড়ের পাদ‌দে‌শে পানির অভাবে বোরো চাষাবাদ হচ্ছে না উপজেলার শত শত একর কৃষি জমিতে। প্রত্যেক বছর কৃষকেরা নিজস্ব অর্থায়নে সমুস্য‌রি নদী‌তে বাঁধ দিয়ে পানি তুললেও গত ২ বছর থে‌কে নদীর পা‌নি ধী‌রে ধী‌রে নি‌চে নে‌মে যাওয়া‌তে নদীর পা‌নি আর এ‌দি‌কে আ‌সতে পা‌রে না। এর কারণ হি‌সে‌বে নদী‌তে বালু তু‌লে নদীর পা‌নি অস্বাভা‌বিক নি‌চে নে‌মে যাওয়া‌কে দায়ী কর‌ছেন কৃষকরা।

জানা গেছে, উপজেলার ২নং রাণী‌শিমূল ইউনিয়নে অবস্থিত মালা‌কোচা গ্রা‌মের (জেঁাকগা‌রি) মা‌ঠে প্রায় ২৫০ একর জমিতে প্রত্যেক বছর পৌষ মাসে বোরো চাষ শুরু হয় এবং মাঘ মাসে বোরো চারা রোপন ক‌রে, আর বৈশাখ মা‌সে এই ধান কা‌টে তারা। কিন্তু এ বছর পানির অভাবে প্রায় ২০০ একর জ‌মি‌তে বোরো চাষ করতে পা‌রে‌নি কৃষকরা।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, মালা‌কোচা সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় থে‌কে উত্ত‌রে পাহা‌রের পাদ‌দেশ পর্যন্ত প্রায় ২০০ একর জ‌মি অনাবাদি হি‌সে‌বে প‌রে আ‌ছে। কৃষক‌দের সা‌থে কথা ব‌লে জানা যায়, এই মা‌ঠে ছোট পাম বা সাধারণ মে‌শিন দি‌য়ে ভূগর্ভস্থ পা‌নি উ‌ঠেনা। প্র‌তিবছর সমুস্য‌রি নদীর পা‌নি দি‌য়ে বো‌রো আবাদ করা হয়। কিন্তু গত বছর থে‌কে নদীর পা‌নি আর বঁাধ দিলেও উ‌ঠেনা। খাল থে‌কে মে‌শিন দি‌য়ে কিছু জ‌মি আবাদ করা হ‌লে‌ও যথা সম‌য়ে পা‌নি দি‌তে পা‌রে‌নি ব‌লেও অ‌ভি‌যোগ কৃষক‌দের।

এ ব্যাপা‌রে কৃষক আকবর আলী ব‌লেন, ‘এই মা‌ঠে আমার ২ একর জ‌মি প‌রে আ‌ছে। পা‌নির অভা‌বে বো‌রো আবাদ কর‌তে পা‌রি‌নি। শুধু আমন ধান আবাদ কর‌ছিলাম। শুধু আমার নয় আমার ম‌তো আ‌রো অ‌নেকজ‌নের মাথায় হাত। তি‌নি আ‌রো ব‌লেন, অ‌নে‌কে খাল থে‌কে মে‌শিন দি‌য়ে কিছু জ‌মি আবাদ করলেও যথা সম‌য়ে পা‌নি দি‌তে পা‌রে‌নি। আর সাম‌নের বছর নদীর পা‌নি আ‌রো আস‌বে না। সরকার আমা‌দের মা‌ঠে একটা ডিপ মে‌শিন দি‌লে আমা‌দের ভা‌লো হ‌তো।’

কৃষক আসমত মিয়ার সা‌থে কথা ব‌লে জানা যায়, তি‌নি ব‌লেন, ‘এই মা‌ঠে ছোট মে‌শিন বা মটর দিয়ে পা‌নি উ‌ঠেনা। তাই এ‌তো জ‌মি অনাবাদী প‌রে আ‌ছে। ডিপ মে‌শিন দি‌লে এখা‌নে প্রায় ২৫০ একর জ‌মি ভা‌লোভা‌বে বো‌রো আবাদ করা যা‌বে।’

এ ব্যাপা‌রে মালা‌কোচা গ্রা‌মের উপ সহকারী কৃ‌ষি অ‌ফিসার আব্দুল হা‌কিম ব‌লেন, এই মা‌ঠে পূ‌র্বে নদী বাধঁ দি‌য়ে বো‌রো আবাদ কর‌তো; কিন্ত‌ু এখন নদীর পা‌নি না আসা‌তে অ‌নেক জ‌মি অনাবাদী র‌য়ে‌ছে।

রাণী‌শিমূল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মাসুদ রানা ব‌লেন, ‘ আমার এলাকা‌তে আ‌গে থে‌কে পা‌নির এমন সমস্যা । পূ‌র্বে নদীর পা‌নি দি‌য়ে বো‌রো আবাদ করা হ‌তো; এখন নদীর পা‌নি ক‌মে যাওয়া‌তে অ‌নেক জ‌মি‌তে বো‌রো আবাদ হয় না। এর স্থায়ী সমাধা‌নের ব্যবস্থা কর‌তে হ‌বে।’

এ ব্যাপা‌রে শ্রীবরদী উপ‌জেলা বিএডিসির সহকারী প্রকৌশলী মেহেদী আল বা‌কী ব‌লেন, ‘সেই জায়গা‌তে কো‌নো নদী নেই; নদী থাক‌লে নদী থে‌কে সেচ এর পা‌নি সরকারীভা‌বে একটা ব্যাবস্থা করা যেত। এখন সরকা‌রিভা‌বে ডিপ মে‌শি‌নের কো‌নো অনু‌মোদন নেই, ত‌বে কেউ যদি ব্য‌ক্তিগত খর‌চে দি‌তে চায়; তাহ‌লে অবস্থা বি‌বেচনা ক‌রে বিএডিসি থে‌কে অনুম‌তি নি‌য়ে দি‌তে পার‌বে।’

উপজেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) নিলুফা আক্তার ব‌লেন, ‘এ বিষয়‌টি আমার জানা ছিলনা। এর আ‌গে কেউ আমা‌কে জানাই নি। আ‌মি বিষয়র‌টি সম্প‌র্কে খোঁজ নি‌য়ে ব্যবস্থা নিব।’