শেখ হাসিনার পক্ষ থেকে শাহজালাল মাজারে গিলাফ প্রদান করলেন শফিক চৌধুরী
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৩ ২০১৯, ১৩:২২
হজরত শাহজালাল (রহ.) উরস উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাজারে আসেন শফিক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক ফারুক আহমদ, সদস্য এম আর সেলিম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, শাহ জুনেদ প্রমুখ।