‘শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবে বিএনপি’
একুশে জার্নাল ডটকম
মে ৩০ ২০২২, ১৯:৩২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচকে সামনে রেখে বিএনপি অনেক কথা বলছে। একবার বলছে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করবে না। একবার বলছে ইভিএম হবে না। তবে নানা টালবাহানায় করুক তারা নির্বাচনে আসবে। গতবারের মতো শেখ হাসিনার অধীনেই তারা নির্বাচন করবে।
গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের উত্তর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘নির্বাচনে সরকার প্রধান থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আমরা তার অধীনে নিরাপদ। এতে ভয়ের কিছু নেই।
বিভিন্ন রাষ্ট্রে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়ে থাকে। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল আলমের সঞ্চালনায় রেকর্ডেড (ভার্চ্যুয়াল) বক্তব্য দেবেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সংসদ সদস্য মাহফুজুর রহমান, দিদারুল আলম ও খাদিজাতুল আনোয়ার, যুবলীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।