শেখ হাসিনাকে মমতার অভিনন্দন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩১ ২০১৮, ১১:০১

টানা তৃতীয়বারের মত নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত পৌনে এগারটায় তিনি এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।” এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও সোমবার (৩১ ডিসেম্বর) সকালে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ  উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের নির্বাচনে ২৯৮টির বেসরকারি ফল পাওয়া গেছে। এতে ক্ষমতাসীন মহাজোট পেয়েছে ২৮৮আসন। বিএনপিকে সাথে নিয়ে গড়া ঐক্যফ্রন্ট মাত্র ৭টি আসন নিজেদের করে নিতে পেরেছে। এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ১০ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৮১৯ জন। এদের মধ্যে ৫ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৬১৬ জন পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ২০৩ জন নারী।