শেখ হাসিনাকে গালিগালাজের পরিণতি হবে ভয়াবহ: কাদের
একুশে জার্নাল ডটকম
মে ২৯ ২০২২, ১৩:২৪
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় শ্লোগান দেওয়া এবং তাঁকে গালিগালাজের পরিণতি ‘ভয়াবহ’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২৯ মে) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বিএনপি নেতাদের এমন শ্লোগান দলটির ‘ঘাতক চরিত্রের’ পরিচয় আবারও স্পষ্ট করেছে।