শেখ মুশতাক আহমদের পিতার ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের শোক প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৬ ২০২০, ০৪:৫২

খেলাফত মজলিস যুক্তরাজ্যের তথ্য ও গবেষণা সম্পাদক ও ইসলামী ইয়ুথ মজলিস ইউকের সাবেক সভাপতি শেখ মুশতাক আহমদের পিতা, সুনামগঞ্জ জেলার সৈয়দপুর গ্রামের আগুনকোনা নিবাসী জনাব শেখ আব্দুর রশীদ আজ ২৫ মার্চ ২০২০ লন্ডন হসপিটালে বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন।
খেলাফত মজলিস ইউ,কে শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে শেখ আব্দুর রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে তাঁর পরিবার ও আত্মীয় স্বজন এবং গুনগ্রাহীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ মহান আল্লাহপাকের নিকট দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁর বান্দা কে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাক্বাম দান করেন এবং তাঁর পরিবার পরিজনকে সবরে জামীলের তাওফিক্ব দেন।

নেতৃবৃন্দ বিশ্বের এই নাজুক পরিস্হিতিতে সবাই কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট তাওবা ইস্তিগফার সহ ইবাদাতে মনোনিবেশ হওয়ার আহ্বান জানান।

সাথে সাথে সবার পরিবারের বয়োবৃদ্ধ সদস্য সহ সবাই কে হোম কোওয়ারাইন্টের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানবজাতির এই কটিন মুহুর্তে সবাইকে যেন তাঁর করুনা প্রদান করে বিপদ মুক্ত রাখেন।