শেখবাড়ি মাদরাসার দুই দিনব্যাপী আবনা ফুযালা সমাবেশ সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৭ ২০১৮, ০৮:৫৬

এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাওমিয়া শেখবাড়ি মাদরাসার উদ্যোগে প্রাক্তন ছাত্রদের নিয়ে দুই দিনব্যাপী আবনা ফুযালা সমাবেশ ২০১৮ শুক্রবার দুপুরে সমাপনী অধিবেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে জামিয়া মাদানিয়া কওমিয়া এম এ জাব্বার কমপ্লেক্স মাঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দুই দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া শেখবাড়ি জামিয়ার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা শেখ আহমদ আফজল হামিদী বর্ণভী। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি, জামিয়া মাদানিয়া কাওমিয়া শেখবাড়ির মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নুরে আলম হামিদী, শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল হামিদী, জামিয়া মাদানিয়া কাজির বাজারের শিক্ষাসচিব মুফতি শফিকুর রহমান,
শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম হাফেজ মাওলানা সাদ আমিন বর্ণভী, শেখ বাড়ি জামিয়ার শিক্ষাসচিব মুফতি সালমান আহমদ, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, সাংবাদিক ও লেখক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, মাওলানা শেখ বুরহান উদ্দিন, মাওলানা জাকারিয়া জাকির, মাওলানা নুর উদ্দিন সিরাজনগরী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন জামিয়ার অর্ধশত শিক্ষার্থী এবং আলেম-উলামা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখবাড়ি জামিয়ার শিক্ষক মাওলানা শাব্বির আহমদ ও মাদরাসার ছাত্র সাইফুর রহমান।
পুনর্মিলনী অনুষ্ঠানে সাত শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শেখবাড়ি জামিয়া মাদরাসা ২০০৩ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।