শেখঘাট টিকরপাড়া এলাকায় হামলার ঘটনায় মামলা দায়ের
একুশে জার্নাল
জুন ০৮ ২০২০, ০৩:০৫
নিজেস্ব প্রতিবেদক:
সিলেটের শেখঘাট টিকর পাড়া এলাকার বাসিন্দা মাসুদা আক্তার ও তার দুই ছেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।
২৯ মে শেখ ঘাটের টিকর পাড়ার বাসিন্দা
মাসুদা আক্তার বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলা নং ৩৪৫২/১/৪ তারিখ-৩০/০৫/২০২০।
আসামিরা হলেন- সদর থানা শেখঘাট টিকরপাড়া এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে শিমুল আহমদ (২৬), সদর থানার লামাবাজার (ঘরম দেওয়ার মাজার) এলাকার মেহেদি হাসান সুমন (২৫), সিলেট সদর ইঈুলাল রোড় এলাকার রাজু আহমদ সহ অজ্ঞাতনামা ১০/১১ জন।
প্রসঙ্গত, গত ২৮ মে রাতে শেখঘাট টিকরপাড়া ভূরু মিয়ার জামে মসজিদের সামনে সিলেট নগরীর শেখঘাট টিকরপাড়া হামলায়, আপন দুই ভাই, রেজাউল করিম শিপু, ইয়াজুল করিম অপু, মাথা মাকসুদা আক্তার শিল্পি উপর সন্ত্রাসী হামলা করা হয়। এতে তারা মারাত্বক আহত হন।