শেইড ট্রাস্টের অত্যাধুনিক ফ্রী এ্যাম্বুলেন্সের উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৭ ২০২০, ১২:১০
এম. এম আতিকুর রহমান: সিলেটের ঐতিহ্যবাহী শেইড ট্রাস্টের ক্রয়কৃত করোনা রুগী ফ্রী পরিবহনের জন্য অত্যাধুনিক হাইয়েছ এ্যাম্বুলেন্স আজ ৬ আগস্ট বিকেলে ইউনাইটেড সেন্টারে উদ্বোধন করা হয়েছে।
ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি বিশিষ্ট সমাজ সেবক মাওলানা দেলোয়ার হোসেন একুশে জার্নালকে জানান, আমাদের সামর্থের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি করোনাকালীন এই কঠিন সময়ে মানুষের পাশে থাকতে।
শেইড ট্রাস্টের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ২৪ ঘন্টা সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে বিগত ৩ মাসে ১১০ জন রোগী বিনামূল্যে পরিবহন করার পাশাপাশি ২৪টি লাশ পরিবহন করা হয়েছে। এছাড়াও ৭জন করোনা রোগীর লাশ দাফন করেছেন শেইড ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা।
পূর্বের দুটি এ্যাম্বুলেন্সের সাথে আজকে আরো একটি যুক্ত করতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
উপস্থিত ছিলেন অন্যতম ট্রাস্টি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ বিলাল সহ ট্রাস্টের নেতৃবৃন্দ।