শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৭ ২০২২, ১৩:৪৯
রাশিয়া হয়তো এরইমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে ফেলেছে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি আরও জানান, ধীরে ধীরে কঠিন হচ্ছে শান্তি আলোচনার পথ।
এছাড়াও প্রাত্যহিক রাত্রীকালীন ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে যে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরবরাহ এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন জেলেনস্কি।
এদিকে প্রথমবারের মতো পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে একে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে তীব্র সমালোচনা করেছে মস্কো।
পশ্চিমাদের আহ্বানে আজ এক জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক। মস্কোর পর, আজ কিয়েভে যাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।