শুরু হতে যাচ্ছে জবি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইলের আবেদন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১১ ২০২০, ১৯:০২
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইলের আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে জবি শিক্ষার্থীদের গবেষণায়, শিক্ষাবৃত্তি ও ই-লার্নিং এ নানা ধরণের অসুবিধা ও ভোগান্তি দূর হবে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০১৬-১৭ সেশনের নিচে অর্থাৎ ১২, ১৩, ১৪, ১৫ ব্যাচের শিক্ষার্থীরা সরাসরি প্রাতিষ্ঠানিক ইমেইলের জন্য আবেদন করতে পারবেন। এর পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবেদনের জন্য বিভাগীয় চেয়ারম্যানের নিশ্চায়নের মাধ্যমে আবেদন করতে হবে। আগামীকাল নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য যে, শিক্ষার্থীরা gsuite.jnu.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ৭২ ঘন্টার মধ্যে প্রাতিষ্ঠানিক ইমেইল দেয়ার চেষ্টা করবেন বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তর। তবে আবেদনের সংখ্যা বেশি হলে তা দিতে একটু দেরি হবে বলে জানান নেটওয়ার্ক ও আইটি দপ্তরের কর্মকর্তারা।