শুকরান শুকরান -মুয়াজ বিন এনাম
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১০ ২০১৮, ০৯:২৭
শুকরান শুকরান
মুয়াজ বিন এনাম
কুরসিতে মহাশয় ধীরে এসে বসলেন
মুগ্ধতা চোখে নিয়ে সারা বাড়ি চষলেন
রাত্তিরে খাওয়ালাম রকমারি আমদান
খাওয়া শেষে বললেন, হামদান হামদান।
বললাম, সবিনয়ে অনুরোধ রাখবেন?
গরিবের বাড়িতে কি দুটো দিন থাকবেন?
উচ্ছ্বাস চোখে-মুখে, লজ্জাতে কুকড়ান
খুশি হয়ে বললেন, শুকরান শুকরান।
প্রবাসের গল্পতে খোশে মেতে উঠলেন
ঘুমানোর আগে তিনি হাম্মামে ছুটলেন
ঘুমপাড়া গান গেয়ে শুনালো যে তাইরান
হেসে হেসে বললেন খাইরান খাইরান।
পরদিন ভোরে উঠে স্যুট-কোট পরলেন
দরকারি মালামাল ব্যাগে তিনি ভরলেন
এগিয়ে তো দিয়ে আসি আমি আর সাফওয়ান
বললেন, আসি তবে, আফওয়ান আফওয়ান।