‘শুকরানা মাহফিলে’ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থী সাইফুলের
একুশে জার্নাল
নভেম্বর ০৪ ২০১৮, ১১:৫৮

বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শুকরানা মাহফিলে’ আসা এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামপুর মাদরাসার মেশকাত জামাতের ছাত্র ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুরে।
রোববার দুপুরে মাহফিল চলাকালীন সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে পার হওয়ার সময় গ্রিলে থাকা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হন সাইফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্যানের সীমানা প্রাচীর টপকে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই শুকরানা মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রোববার সকাল ১০টা ৪৮ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস।
আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন আল্লামা আশরাফ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, মাওলানা মাজহার আলী, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবদুল লতিফ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।