শীলন বাংলাদেশ- এর ১০৭তম সাহিত্যসভা শুক্রবার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৭ ২০১৯, ০৯:০৪

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ; আগামী (২৯ মার্চ) শুক্রবার, সকাল ১০টায় শীলন বাংলাদেশ-এর উদ্যোগে ১০৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শীলন বাংলাদেশের সভাপতি কবি ও সাহিত্যিক মাসউদুল কাদির এর সভাপতিত্বে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও শিক্ষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ঢাকা টাইমস এর বার্তা সম্পাদক সাংবাদিক জহির উদ্দিন বাবর,রকমারি ডটকমের টিম মেম্বার ইহসানুল হক।

পঠিত লেখার উপর আলোচনা করবেন ছড়া লেখক ও গীতিকার সায়ীদ উসমান।
শীলনের ১০৭তম সাহিত্যসভায় আপনি সবান্ধবে আমন্ত্রিত।

স্থান : মাদরাসা উসমান মিলনায়তন, ১৩/৩ (নতুন রাস্তা) পশ্চিম হাজিপাড়া, ঢাকা।