শীলনের ১০৮ তম সাহিত্যসভা আগামী শুক্রবার
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৮ ২০১৯, ০০:১৩
কওমী অঙ্গনে সাড়া জাগানো শত শত লেখক-সাংবাদিক তৈরীর পাঠশালা শীলন বাংলাদেশ-এর ১০৮তম সাহিত্যসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী (১৯ জুলাই) শুক্রবার। এবার সাহিত্যসভার মধ্যমণি হিসেবে উপস্থিত থাকবেন দেশের নজরুল গবেষক ও কথাসাহিত্যিক কবি মহিউদ্দিন আকবর। সভাপতিত্ব করবেন রাজধানীর দিলিরোড মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু বকর সাদি।
শুক্রবার, সকাল ৯.৩০ টায় শীলন বাংলাদেশ-এর উদ্যোগে ১০৮তম সাহিত্যসভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামপুরা দারুল উলূমের মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ। জিয়ারাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের সত্ত্বাধিকারী মাওলানা যাকারিয়া ইদরিস।
পঠিত লেখার উপর আলোচনা করবেন ছড়া লেখক ও গীতিকার সায়ীদ উসমান ও কবি ও কথাশিল্পী শামস আরেফীন।
শীলনের ১০৮তম সাহিত্যসভায় আপনি সবান্ধবে আমন্ত্রিত।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি আদিল মাহমুদ।
স্থান : মাদরাসা উসমান মিলনায়তন, ১৩/৩ (নতুন রাস্তা) পশ্চিম হাজিপাড়া, ঢাকা।
যাতায়াত : রামপুরা ওয়াপদা রোডের সামনে টেলিভিশন থেকে আসতে (ডিআইটি রোডের মেইন রোডে) অপর সাইটে হাতের ডান দিকে নতুন রাস্তায় ঢুকে বাইতুল মামুর জামে মসজিদের লাগোয়া মাদরাসা উসমান মিলনায়তন।