শীত কাঁপাবে ভোটের দিন
একুশে জার্নাল
ডিসেম্বর ২৯ ২০১৮, ০৯:২০
আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পড়বে মাঝারি থেকে হালকা কুয়াশা।
হাতে আর এক দিন। রাত পেরোলেই ভোট। নির্বাচনের মাঠে এ নিয়ে জমজমাট অবস্থা। বিরাজ করছে রাজনৈতিক উত্তাপ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর সঙ্গে মিল খাবে না কালকের আবহাওয়া। রাজনীতির উত্তাপের সঙ্গে এক হাত নেবে কনকনে শীত।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পড়বে মাঝারি থেকে হালকা কুয়াশা।
আবহাওয়ার খবরে বলা হয়, রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপ, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।