শীতার্তদের ‘চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি’র কম্বল বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৪ ২০১৯, ১৪:১৪

তরিকুল শাওন, নোবিপ্রবি প্রতিনিধি

রাস্তার পাশে, রেল স্টেশনে, গ্যারেজে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি ) স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি’।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ৮ টায় সোনাপুর রেল স্টেশন থেকে লাকসাম রেল জংশন পর্যন্ত ছোট-বড় প্রত্যেক স্টেশনের পাশে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করে সংঠনটির প্রতিষ্ঠাতা এস.কে ফয়সাল আহমেদ ও তার সহযোগী সদস্যরা । গভীর রাতে গায়ের উপর কম্বল পেয়ে খুশি এসব ছিন্নমূল মানুষেরা ।

পরদিন সকালে নোয়াখালী মেডিক্যাল কলেজের পার্শবর্তী বস্তী সহ মাইজদী শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও চৌমুহনী চৌরাস্তার আশেপাশে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করে সংগঠনটি ।

‘চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি’ সম্পর্কে জানতে চাইলে এর প্রতিষ্ঠাতা এসকে. ফয়সাল আহমেদ বলেন “সমাজসেবার উদ্দেশ্যেই ২০১৮ সালের এপ্রিল মাসে শুরু হয় আমাদের পথচলা । ভবিষ্যতে এই সংগঠনের উদ্যোগে সমাজসেবা মূলক কাজ করে যাব ইনশা-আল্লাহ।”