শিশুদের সুরক্ষা সরকারের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৫ ২০২০, ১৬:৫৭

শিশুদের সুরক্ষা সরকারের অন্যতম লক্ষ্য। শিশুদের উপর অত্যাচার-নির্যাতন হলে যেন সাথে সাথে ব্যবস্থা নেয়া হয় সেভাবে বিশেষ নির্দেশনা দেয়া আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশুরা ভবিষ্যতের নেতৃত্ব। এ বিষয়টি মাথায় রেখেই নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বঙ্গবন্ধু শিশু অধিকার রক্ষায় যে পরিকল্পনা নিয়েছিলেন সেটিই বাস্তবায়ন করছে সরকার। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং নিরাপদ রাখতে শিশুনীতি ও জাতীয় শিশু আইন করেছে সরকার। সরকারের কর্মসূচি থেকে বাদ যায়নি চাহিদাসম্পন্ন শিশুরাও।
শেখ হাসিনা বলেন, সমাজে তারা যেন অবহেলিত না হয় সেজন্য ট্রেনিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে অভিভাবকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।