শিল্পী সাহিত্যিকদের মতবিনিময় সভা সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২২ ২০১৯, ১১:১৯

তাহসিন আহমাদ:

আজ রাজধানী খন্দকার, রেস্তোরাঁয় শিল্পী সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন দেশের এহেন পরিস্থিতিতে শিল্পী-সাহিত্যিকদের এগিয়ে আসা সময়ের দাবী বলে মনে করেন তারা।

বক্তারা আরো বলেন একটি দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে সংস্কৃতি। তাই শিল্পী সাহিত্যের চর্চা খুব বেশী প্রয়োজন হয়ে পড়েছে। উক্ত মতবিনিময় সভা কলরবের ইয়াসিন আরমান,ইব্রাহীম কোব্বাদি,জায়েদ আজিজ ও আহমাদ আবু জাফরের শঞ্চালনায় সকাল ১০ টা থেকে শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি মুহিব খান,প্রধান বক্তা আবুল কালাম আজাদ,প্রধান আলোচক নেছার আহমাদ আন নাছিরী, মতবিনিময় সভার সভাপতিত্ব করেছেন কলরব ও এফ এম ট্রাষ্ট ইউ কে এর সম্মানিত চেয়ারম্যান এবং এন টিভি লন্ডন উপস্থাপক মাওঃ সালাহউদ্দীন জাহাঙ্গীর সাহেব,বিশেষ অতিথিঃ শায়খ মিজানুর রহমান হানাফী,আহবান পরিচালক এইচ এম সাইফুল ইসলাম,ইনসাফ ২৪.কম এর সম্পাদক মাহফুজ খন্দকার,পীরয়ামীনি মার্কেট জামে মসজিদের খতীব ইমরানুল বারী সিরাজি,স্বপ্নসিড়ি পরিচালক হুমায়ুন কবির শাবিব,কিব বাংলা পরিচালক কাজি আমিনুল ইসলাম, দাবানল পরিচালক কাউসার আহমাদ, আব্দুর রহমান বেতাগী,আব্দুল আহাদ সালমান,মামুন আনসারী,আনোয়ার শাহ,মুফতি জাহিদুল ইসলাম,মুফতি মুনির হোসেন,শাহ জাহান সিরাজ,মাসরুর তাশফীন,ওমর ফারুক সাহিল,সাইফুল্লাহ সাদী,শফিউল্লাহ বেলালী,উবায়দুল্লাহ সায়েম,মোঃ মাসুম,গাজী মানসুর,আবু বকর সিদ্দিক,এস আকবার,জাফর আহমাদ রাবী,এনামুল কবির,আসাদ বীন নুর,ইকরামুল্লাহ মিসবাহ,মনিরুল ইসলাম,হুসাইন আহমাদ,তোফায়েল আহমাদ,শাহরিয়া ইমরান,মনির আহমাদ,ডাঃ ইব্রাহিম খলিল,আব্দুল গাফফার,ওমর ফারুক মজুমদার,নাইম আল হাফিজ,ইউসুফ আহমাদ,মোঃ সাব্বির মাজহার,জামাল মাসরুর,

ব্যবস্থালনায়ঃ কলরব প্রধান, আবু সুফিয়ান
আয়োজনেঃ এফ এম ট্রাষ্ট ইউ কে