শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৯ ২০২০, ১১:৩৩
চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শোকবার্তায় মন্ত্রী বলেছেন, তাঁর মৃত্যুর কারণে দেশবাসী একজন সফল ব্যবসায়ী ও মানবিক মানুষকে হারালো। একজন সফল শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে হাসান মাহমুদ চৌধুরী ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও থাই চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবেও বেশ সুনামের সঙ্গে দায়িত্বপালন করেছেন।
মন্ত্রী আরও বলেন, একজন দানশীল সমাজ হিতৈষী হিসেবে হাসান মাহমুদ চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন। বতর্মান করোনাকালে অসহায় মানুষদের মানবিক সহায়তা এবং করােনাক্রান্তদের চিকিৎসায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান ও চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়ে তিনি যে দৃষ্টান্ত রেখেছেন তা মানুষের হৃদয়ে আজীবন গাঁথা থাকবে।
ভূমিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।