শিনজো অ্যাবের প্রতি শ্রদ্ধা জানালেন ট্রাম্প

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৯ ২০২০, ১৫:০৬

স্বাস্থ্যগত কারণে সদ্য পদত্যাগ করা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) সাংবাদিকদের ট্রাম্প বলেন, শিনজো অ্যাবের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে চাই। সে আমার ভালো বন্ধু। আমাদের খুব চমৎকার সম্পর্ক ছিলো এবং এ জন্য আমার খারাপ লাগছে ।

অ্যাবকে দেশ প্রেমিক উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি কল্পনা করতে পারছি না যে কি হলো এটা। তবে সে ভদ্রলোক এবং তাকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি।

স্বাস্থ্যগত কারণে শুক্রবার পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। যদিও ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অ্যাবের জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার। ৬৫ বছর বয়সী শিনজো অ্যাবে জানান, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে।এর আগে ২০০৭ সালেও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আলসারেটিভ কোলাইটিসে ভুগতে থাকায় হঠাৎ পদত্যাগ করেছিলেন অ্যাবে।