শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১১ ২০২২, ১৪:৩২

করোনাভাইরাস সংক্রমণ কমে আসছে এবং দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডা. দীপু মনি বলেছেন, প্যান্ডেমিকের (মহামারি) মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দিতে চাই। ইনফেকশন (সংক্রমণ) কমছে, কাজেই আশা করি খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব। দেশে শিক্ষার প্রচার-প্রসারে সরকার খুবই আন্তরিক। সরকার চায়, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো থাকে। উপযোগী পরিবেশে থাকে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সকলের সহযোগিতায় সে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

মন্ত্রী আরও বলেন, শাবির সৃষ্ট সমস্যা খুব বড় নয়, সকলের সহযোগিতায়- আমাদের সন্তানতুল্য শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টদের নিয়ে সমাধান করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আজ রাতেই বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।