শিগগিরিই আবরার হত্যার বিচার হবে ; স্বরাষ্ট্রমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৩ ২০১৯, ১৬:৫৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতে দাখিল করা চার্জশিট ‘নির্ভুল’ দাবি করে বলেছেন, শিগগিরই এর বিচার হবে, আমরাও এটা আশা করছি।
বুধবার সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকের এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারের বিষয়টি পুলিশের আন্ডারে নয়। এটা আদালত করবেন। আমরা আগেই বলেছি যে, আমরা একটা নির্ভুল চার্জশিট দেয়ার জন্য প্রচেষ্টা নিব। আমরা আশা করি, তদন্ত সংস্থা পুলিশ বাহিনীর মাধ্যমে যে চার্জশিটটি গেছে, নির্ভুল চার্জশিট গেছে। শিগগিরই এর বিচার হবে, এটা আমরাও আশা করছি।
আবরার হত্যায় জড়িত কয়েকজন আসামি পলাতক আছে। তাদের ধারার প্রচেষ্টা চলছে, ধরা পড়ে যাবে
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে বুয়েটের তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বুয়েট ছাত্রলীগের নেতাসহ ২১ জনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার আবরার ফাহাদ হত্যার ঘটনায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।