শিক্ষার্থীদের ৯দফা বাস্তবায়নে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৩ ২০১৮, ০৮:৫৮
ইলিয়াস সারোয়ার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর অঙ্গসংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ-ঢাকা মহানগর এর ডাকে বাস চাপায় নিহত দুই কলেজ শিক্ষার্থীর ঘাতকদের শাস্তি ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ৯দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ ৷ জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিলের ব্যানার নিয়ে দাঁড়ালে পুলিশ তাতে বাঁধা প্রদান করে ৷ পরে মাইক ছাড়া ৫মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় ৷
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের সবচে’ পুরোনো ইসলামী রাজনৈতিক সংগঠন ৷ অবিভক্ত ভারতেও এর কার্যক্রম পরিচালিত হত ৷ ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে দেশ ও স্বাধীনতার পক্ষে জোড়ালো ভূমিকা পালন করেন এই দলের নেতা-কর্মীগণ ৷