শিক্ষকদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৫ ২০২০, ১৩:১৬

অসচ্চল শিক্ষকদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশে জার্নাল: দুঃসময়ে শ্রীমঙ্গল উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের অসচ্ছল শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষকদের সংগঠন কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ১০ জন অসচ্ছল শিক্ষকের হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষক কল্যাণ তহবিল’ এর কার্যক্রম শুরু করেছে এ সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর নব-নির্বাচিত সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর
প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির ও সংগঠনের সহ-সেক্রেটারি, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান।

১৪ মে বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও, মির্জাপুর, ভূনবী, পাঁচাউন, শমসেরগঞ্জ, কামাসিদ, বিন্নি গ্রাম, ধোবারহাট এবং সিন্দুরখান ইউনিয়নের বেশ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করে অসচ্ছল শিক্ষকদের তালিকা তৈরি করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে খবর আসে যে, একজন কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক অসম্ভব সমস্যা সঙ্কুল অবস্থায় আছেন। লজ্জায় কাউকে কিছু বলতেও পারছেন না। খবর পাওয়ার সাথে সাথে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ, সংগঠনের সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান নগদ অর্থ ও এক বস্তা উপহার সামগ্রী নিয়ে ছুটে যান উপজেলার এক প্রত্যন্ত গ্রামের মানুষ গড়ার কারিগরের বাড়িতে। পৌঁছে দেন নগদ অর্থ ও সামান্য উপহার সামগ্রী।

ত্রাণ প্রদানকারী দল জানান, আশা করা যাচ্ছে এতে উনার পরিবারের ১০ দিনের খাদ্যের যোগান ও অর্ধ মাসের প্রয়োজনীয় খরচ মেটাতে পারবেন। এভাবে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ সবসময় অবহেলিত শিক্ষকদের পাশে দাঁড়াবে।

সংগঠনের সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এই দুঃসময়ে মানবেতর জীবন কাটানো শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি শিক্ষক কল্যাণ তহবিলে শরীক হওয়ার অনুরোধ জানান।

তিনি আরও জানান- কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ ইতোমধ্যে অসচ্ছল শিক্ষকদের তালিকা প্রস্তুতকরণ, কিন্ডারগার্টেন স্কুল মালিকদের সাথে যোগাযোগ করে শিক্ষকদের সম্মানী দ্রুত পরিশোধ করণ, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তাদের সাথে সরাসরি দেখা করে শিক্ষকদের দুঃসময়ের কথা জানিয়েছে।

শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতৃবৃন্দের ব্যক্তিগত অর্থ এবং শুভাকাঙ্খীদের পক্ষ থেকে অনুদান নিয়ে একটি শিক্ষক কল্যাণ তহবিল গঠন করেছে। পর্যায়ক্রমে তালিকাভূক্ত সকল অসচ্ছল শিক্ষকদের হাতে আর্থিক অনুদান পৌঁছানো হবে।

প্রসঙ্গত, গত ৯ মে ১২টি স্কুল সাথে নিয়ে শিক্ষকদের এ সংগঠনটি যাত্রা শুরু করে। মাত্র ৫ দিনের ব্যবধানে সংগঠনে যুক্ত হয়েছে আর ৬টি স্কুল।