শায়েস্তাগঞ্জে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৩ ২০১৮, ১২:৩০

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুলাই) দুপুরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় সিলেট থেকে ঢাকাগামী জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।