শায়েখ আব্দুস শহিদ গলমুকাপনী’র ইন্তেকালে লুটন খেলাফত মজলিসের শোক
একুশে জার্নাল
জুন ২৫ ২০২০, ০৮:৩৬
একুশে জার্নাল ডেস্ক: সিলেটের প্রখ্যাত বুযুর্গ শায়েখ আব্দুস শহীদ গলমুকাপনী আর নেই। তিনি ২৪ জুন ২০২০, বুধবার দিবাগতরাত ২-৩০ মিনিটে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
হযরতের মৃত্যুকালে বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। ৪ ছেলে,৬ মেয়ে সহ হাজার হাজার ছাত্র, ভক্ত মুরিদান রেখেগেছেন তিনি। তিনি কয়েক বছর যাবত হৃদরোগ সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সিলেট জেলার ওসমানীনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী “জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের” মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা শায়েখ আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকালে খেলাফত মজলিস লুটন শাখার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এতে যৌথ শোক বার্তা প্রদান করেন, শাখার সভাপতি মাসরুর আহমদ বুরহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ, সহ-সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, বায়তুলমাল সম্পাদক এম,জাহেদ আহমদ।
নেতৃবৃন্দ বলেন, শায়খে গলমুকাপনী ছিলেন একজন সহজ সরল, তাক্বওয়াবান ও সুন্নতে নববীর অাদর্শে অাদর্শবান এক আলেমে দ্বীন, যার পুরোটা জীবন ছিল সুন্নতে নববীর পথে পরিচালিত । তিনি জীবনভর বিভিন্ন ভাবে দ্বীনের খিদমাত করে গেছেন। শায়খে গলমুকাপনী ১৯৪১ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষার জন্য প্রথমে গলমুকাপন মাদরাসায় ভর্তি হন। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে দাওরায়ে হাদীস পাশ করেন।
তাসাউফের লাইনে তিনি ছিলেন আল্লামা শায়েখ লুৎফুর রহমান বর্ণভী (রাহঃ) এর খলিফা।
তিনি দীর্ঘ দিন জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনে মহান শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন, জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা ফখরুদ্দীন (রাহঃ) এর ইন্তেকালের পর শায়খে গলমুকাপনী মুহতামিমের দায়িত্ব প্রাপ্ত হন।
নেতৃবৃন্দ শায়খে গলমুকাপনীর (রাহঃ) শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষক ছাত্র ও দেশে-বিদেশের সকল শুভাকাংকীর প্রতি সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর নিকট জান্নাতুল ফেরদাউস কামনা করেন।