শায়খুল হাদিস হুসাইন আহমদ বারকুটির ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক ও সমবেদনা প্রকাশ ।
একুশে জার্নাল
আগস্ট ১৫ ২০১৮, ০০:৫৮
একুশে জার্নাল ডেস্ক: গতকাল খেলাফত মজলিসের যুক্তরাজ্য সভাপতি মাওলানা সাদিকুর রহমান ও সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক এক বিবৃতিতে প্রতিযশা আলেম দ্বীন আজাদ দ্বীনি এদারার দির্ঘদিনের সাবেক নাজিমে তা’লীমাত, বহু আলেমের উস্তাজ শায়খুল হাদিস মাওলানা হুসাইন আহমদ বারকুঠির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানান।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর জীবনের কর্মময় বিভিন্ন সফলতা কওমী শিক্ষার ক্ষেত্রে অবদান জাতীকে অনেক উপকৃত করেছে স্বরন করে তার মাগফিরাতের জন্য দোয়া করেন।
নেতৃবৃন্দ আরো বলেন তাঁর মৃত্যুতে জাতীর অপুরনীয় ক্ষতি হলো যা কোন সময়ই পোষাবার নয়। শোক বিবৃতিতে পরিবার বর্গ ও আত্নীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এবং আল্লাহ রাব্বুল আলামীন যেনো তাঁকে জান্নাত বাসি করেন।