শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রহ.) দেশ ও জাতির অভিভাবক ছিলেন

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৬ ২০২০, ১৭:২৯

বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন “বাংলাদেশী মুসলিমস ইউকে”র উদ্যোগে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রহঃ) এর জীবন শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গত ২৪ সেপ্টেম্বর ২০২০ ভার্চুয়াল জোমের মাধ্যমে বাংলাদেশী মুসলিমস ইউকের সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলামের সভপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন, বাইতুল মামুর মসজিদের ইমাম ও খতিব শায়েখ হাফিজ আব্দুল কাদির।
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (র:) এর বর্নাঢ্য জীবন এ কর্মের বিভিন্ন দিকের উপর আলোচনা পেশ করেন, সর্বজনাব আল্লামা হেকীম আখতার (রহঃ) এর খলিফা পীরে কামেল শায়েখ আসগর হোসাইন, বাংলাদেশী মুসলিমস ইউকের মজলিসে কিয়াদতের সদস্য শেখ হাফিজ আবু সাঈদ, শেখ মাওলানা জমসেদ আলী, শেখ আব্দুল কাইয়ুম, শেখ এ কে এম মাওদুদ হাছান, মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা সাদিকুর রাহমান, শেখ মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা শোয়াইব আহমদ, শেখ ইমদাদুর রাহমান মাদানী, হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি গোটা আলেম সমাজের একজন অভিভাবক হিসেবে ছিলেন, দেশ ও জাতীর এ ক্লান্তি লগ্নে বাংলদেশের আলেম সমাজ অভিভাবক শুন্য হয়ে গেলেন। শতবর্ষি এ আলেমে দ্বীন ইলমে ওহির খিদমাতের পাশাপাশি জীবনের শেষ সময় পর্যন্ত বাংলার জীবনে আল্লাহ ও তাঁর নবীর সম্মান রক্ষার জন্য আন্দোলন ও সংগ্রাম করে গেছেন,বিশেষ করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে তিনি সর্বদা ছিলেন তৎপর।
নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্য ও ইসলামী তাহজিব ,তামাদ্দুন কে রক্ষার জন্য তাঁর পদাংক অনুসরন করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া আরো অংশগ্রহণ করেন, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল মুনিম চৌধুরী, বাংলাদেশী মুসলিমস ইউকের মজলিসে আমেলার সদস্য ও প্রচার সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, মজলিসে আমেলা সদস্য মাওলানা এফ কে এম শাহজাহান, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, মাওলানা দেলওয়ার হোসাইন প্রমুখ ।
দোয়া পরিচালনা করেন আল্লামা হেকিম আখতার র: এর সুযোগ্য খলিফা পীরে কামেল হযরত মাওলানা শায়েখ আসগর হোসাইন সাহেব দামাত বারাকাতুহ।