শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৩ ২০১৯, ২৩:৪৪

একুশে জার্নালঃ

২০১৯ সালে দাখিল পরীক্ষায় শাহ আমিনিয়া দাখিল মাদরাসায় কৃতিত্বপূর্ণ ফলাফল ধরে রাখতে সক্ষম হয়েছে। সাধারণ বিভাগ থেকে এবার এ গ্রেডসহ নিয়ে পাসের হার ১০০%।
ফটিকছড়ির ভূজপুর থানার অন্তর্গত দক্ষিণ হারুয়ালছড়ি ইউনিয়নের অবস্থিত হারুয়ালছড়ি শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা নামে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন শ্রেণীতে বৃত্তিলাভ ও দাখিল শ্রেণী পর্যন্ত কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

২০১৮র সমাপনী পরীক্ষার্থী ২৩ জন,জেডেসি ২৯ জন,২০১৯ দাখিল পরীক্ষার্থী ২১ জনসহ ১০০% পাস করেছে মাদরাসার শিক্ষার্থীরা।
আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সাঃ) বাংলাদেশ
কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সুষ্ঠু পরিচালনা ও শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ছাত্রী ও অভিভাবকবৃন্দের অবিরাম সাধনা ও সাফল্যের জন্য অবদান রেখে আসছে। উক্ত ফলাফলের জন্য মাদরাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং মাদরাসায় এতিমখানার জন্য সহযোগীতা কামনা করে ।