শার্শায় অনিয়মের অভিযোগে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
একুশে জার্নাল
এপ্রিল ০৫ ২০২০, ১৯:৩৬
জেলা প্রতিনিধি, যশোর: সামাজিক দুরত্ব বজায় না রেখে মানুষের সমাগম ঘটিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির অপরাধে ভ্রম্যমান আদালত ব্যবসায়ি , ইজিবাইক চালক ও মোটরসাইকেল চালককে মোট ১৪ হাজার ৪শত টাকা জরিমানা করেছেন।
শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম ( ভুমি) শার্শার জামতলা, সাতমাইল, বাগআঁচড়া, বসতপুর, সেতাই আমলাই ও গোগা বাজারে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া সত্বেও এসব অমান্য করে ওই এলাকার ব্যবসায়িরা।
সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ ধারায় রামপুর বাজারে ১ জন, জামতলা বাজারে ৫ জন, বাগআঁচড়া বাজারে ৭ জন, গোগা বাজারে ৬ জনসহ মোট ১৯ জন ব্যাক্তিগত প্রতিষ্ঠান, ইজিবাইক চালক, মোটরসাইকেল চালককে ১৪,৪০০ টাকা জরিমানা করেন।