শারজায় মরহুম নাসির উদ্দিন এর স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৮ ২০১৮, ০০:২০

সাব্বির বিন আকবর, দুবাই : সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা,(খুর- ফাক্কান) শাখার ধর্ম বিষয়ক সম্পাদক,বাহুবল উপজেলার নন্দনপুর এর সাবেক রেমিটেন্স যোদ্ধা মরহুম নাসির উদ্দিন এর স্বরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা কর্তৃপক্ষ।

গতকাল স্থানীয় সময় রাত ১০টায় ইউএই’র শারজাহস্থ একটি হোটেলে উক্ত সংস্থার সভাপতি, জনাব,আব্দুল আজিজ উজ্জল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, মিয়া মোহাম্মদ সিজিল ও আব্দুল আউয়াল এর যৌথ পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ থেকে আগত মেহমান বাহুবল উপজেলার ৫নং লামাতাশি ইউনিয়ন এর চেয়ারম্যান তরুণ সমাজসেবক জনাব, হাবিবুর রাহমান টেনু, ও একই উপজেলার পুটিজুরী ইসলামীয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হাফিজ কামরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শেখ লুৎফুর রাহমান, শারজাহ’র বিশিষ্ট ব্যবসায়ী জনাব বসন মিয়া তালুকদার, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর,শাইখুল ইসলাম, শিহাব উদ্দিন, সহ আরো অনেকেই।
বক্তাগণ মরহুম নাসির উদ্দিন এর ফ্যামিলি মেম্বার্সদের সাবুরে জামিল ও তার আত্বার মাগফিরাত কামনা করেন।

শোক সভায় মোনাজাত পরিচালনা করেন পুটিজুরী মাদ্রাসার প্রিন্সিপাল জনাব,কামরুল ইসলাম সাহেব।

উল্লেখ্য : প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা ইউএই’র (খুর ফাক্কান) শাখার ধর্মবিষয়ক সম্পাদক, মরহুম নাসির উদ্দিন ঈদুল আযহার ছোটি কাটাতে দেশে গেলে বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে শ্যামলী পরিবহণ কর্তৃক তাকে বহনকারী সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি মুহুর্তেই পার্শ্ববর্তী খাদে পরে যায়, এতে তিনি নিহত হন।