শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী এর ইন্তেকাল; সর্বত্র শোকের ছায়া

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩১ ২০১৯, ০৫:৩০

শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।সোমবার দিবাগত রাত পৌণে ২ টার দিকে তিনি আসগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে তিনি গতকাল সোমবার রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন।দেশের খ্যাতিমান এই শীর্ষ আলেম বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালনরত ছিলেন ।

আল্লামা আশরাফ আলীর মেয়ে জামাতা বাংলাদেশ খেলাফত মজলিসে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ভয়েস মরহুমের ইন্তেকালের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে বেশ কিছুদিন ধরে দেশের শীর্ষ এ আলেম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন । হৃদরোগে আক্রান্ত হলে তাকে গতকাল সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।’

এদিকে, শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী এর ইন্তেকালে দেশের আলেম সমাজসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।