শাপলা’র শহীদদের বিচার একদিন হবেই -হেফাজতে ইসলাম ইউরোপ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১০ ২০১৮, ০৭:২৩

একুশে জার্নাল লন্ডন :
কওমী সনদ স্বীকৃতির সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ জয়নুল আবেদীন তাঁর উদ্বোধনী বক্তব্যে ৫মে শাপলা চত্বরে কেউ নিহত হয় নি’ বলে যে বক্তব্য দিয়েছিলেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম ইউরোপের নেতৃবৃন্দ।

গত ৮ নভেম্বর, ইস্ট লন্ডন আলহুদা সেন্টারে হেফাজতে ইসলাম ইউরোপের সভাপতি মুফতী শাহ সাদরুদদীনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন, হেফাজত কর্মী মাওলানা জাবির আহমদ।

সভাপতির বক্তব্যে মুফতী শাহ সাদরুদদীন বলেন ,প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীনকে অনতিবিলম্বে তাঁর মিথ্যা বক্তব্য প্রত্যাহার করার আহবান জানান।
তিনি বলেন, কওমী সনদের স্বীকৃতির শুকরানা মাহফিলের সাথে হেফাজতে ইসলামের কোন সম্পর্ক নেই। মাহফিল থেকে কেহ মন্তব্য করলেই শাপলা চত্বরের গণহত্যাকে ঢাকা যাবে না, সকল হত্যার বিচার একদিন হবে ইনশাআল্লাহ।

উক্ত প্রতিবাদ সভায় ২০১৩ সালের ৫মের হেফাজতের উপর গণহত্যা প্রসঙ্গ টেনে প্রধান অথিতি হেফাজতে ইসলাম যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, বর্তমান সরকারের হুকুমে ৫ই মে ২০১৩ তার আইনশৃঙ্খলা বাহীনি রাতে ইলেকট্রিসিটি বন্ধ করে ২৫শে মার্চের কালো রাতের মত অন্ধকারে ঘুমন্ত হেফাজতের নেতাকর্মীদের উপর তিন বাহিনী হামলা চালায়। এতে অনেক হেফাজত নেতাকর্মী প্রাণ হারান, আরো অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেন। এতে অনেকের উপর এখনও মিথ্যা মামলা রয়েছে।

তিনি আরো বলেন, আমারা হেফাজতে ইসলামের শহীদের সাথে মুনাফেকী করি নাই। প্লিজ কেহ ভুল তথ্য প্রচার করবেন না, হেফাজতে ইসলাম সরকারের সাথে হাত মিলায় নাই। তার জলন্ত প্রমান শেখ হাসিনার সামরিক সচীব শুকরানা মাহফিলে শাপলা চত্বরের শহীদগন কে নিয়ে যে মিথ্যা বক্তব্য প্রদান করেছিলেন, এর জন্য হেফাজতে ইসলামের মহাসচীব আল্লামা জুনায়েদ বাবুনগরী তার বিরোদ্ধে প্রতিবাদ করে বিব্বৃতি প্রদান করেছেন।

লন্ডনস্থ আলহুদা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন, হেফাজত নেতা মুফতী হাসান নুরী চৌধুরী, মাওলানা শওকত আলী, হাফিজ আব্দুল কাদির।
আরো বক্তব্য রাখেন, মুহাম্মদ ক্বারী আব্দুল করিম উবায়েদ, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা জাবির আহমদ, শেখ ফখরুল আবেদীন মুর্শেদ প্রমুখ।