শান্তি প্রতিষ্ঠায় সিলেট মডেল সিটি গড়তে হাতপাখায় ভোট দিন- পীর সাহেব চরমোনাই

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৪ ২০১৮, ১৩:৪০

একুশে জার্নালঃইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শাহজালালের পূণ্যভূমি সিলেট নগরীকে সন্ত্রাসী দুর্নীতি ও মাদকমুক্ত একটি মডেল সিটি গড়তে প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানকে হাতপাখা মার্কায় ভোট দিন।
পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, শাহজালাল (রহঃ) চিন্তা চেতনায় যে আদর্শ লালন করেছিলেন তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। স্বাধীনতার ৪৭ বছরে আমরা দেখেছি বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে প্রথম হয়েছে। রক্ষক যখন ভক্ষক হয় দেশের মানুষ তখন শান্তি পায়না। এর যুক্তিসঙ্গত স্বচ্ছ কোন বিচারও দেখিনাই। দেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক শক্তিতে ৩য় নম্বরে রয়েছে। নেতা নির্বাচনের ক্ষেত্রে সৎ ও যোগ্য ন্যায়নীতিবান লোককে গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, সন্ত্রাসী দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে দেশের জনগণ জেগে উঠেছে। ইসলাম ছাড়া সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। দেশের জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে চরম কারচুপি ও অনিয়ম হয়েছে। এতে সরকারের ব্যর্থতা ও চরম স্বৈরাচারী মনোভাব ফুটে উঠেছে। এমন কারচুপির নির্বাচন যদি শাহজালাল পূণ্যভূমি সিলেটে হয় তাহলে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
তিনি আরো বলেন, ৯২ ভাগ মুসলমানদের দেশে নির্বাচনে ইসলামের পক্ষে প্রার্থী হাতপাখার বিজয় হওয়ার দাবি রাখে। প্রচলিত শাসন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। শান্তি প্রতিষ্ঠার সিটি নির্বাচনে হাতপাখা মার্কায় দিন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নে সকল অংশগ্রহণ করতে হবে।

সিসিক নির্বাচনে হাতপাখা প্রতীকের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আজ শনিবার (১৪ জুলাই) দুপুর ২টায় সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর সভাপতি নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিসিক মেয়র প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা সাঈদ আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম, ইসলামী আন্দোলন সিলেট জেলা সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মো. নজির আহমদ, বামুক জেলা সভাপতি মুফতি মো. ফখরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আব্দুল জলিল, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সম্পাদক মো. ইসমাঈল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলার সভাপতি মো. আব্বাস উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী মো. নুরে আলম, সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো. আমির উদ্দিন, সিলেট-৩ আসনের এম.এ মতিন বাদশা, সিলেট-৪ আসনের মাওলানা আসাদ উদ্দিন, সিলেট-৫ আসনের মাওলানা নুরুল আমিন, সিলেট-৬ আসনের মো.আজমল হোসেন, অনলাইন সমন্বয়ক আজাদ খন্দকার প্রমুখ।